রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী:
রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয়:
রবীন্দ্রনাথের জন্মস্থান:
রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ খ্রিস্টাব্দের ৭ ই মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ এ বৈশাখ)
কলকাতার ঠাকুর পরিবার জন্ম গ্রহণ করেন।
রবীন্দ্রনাথের পিতা মাতার নাম:
তার পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর,মাতার নাম সারদা দেবী।
রবীন্দ্রনাথের শৈশব:
শৈশব কাল থেকেই রবীন্দ্রনাথ ঠাকুর একটু অন্য রকমের মানুষ ছিলেন
তিনি স্কুলে যেতে পছন্দ করতেন না। তাই তার জন্য প্রাসাদে শিক্ষকের
ব্যাবস্থা করেন তার পিতা। তিনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন ।
ছেলে বেলায় তার সঙ্গী সাথীরা খেলা করত কিন্তু তিনি সবসময়
ভাবুক মনের ছিলেন। সবসময় তিনি কিছু করে দেখাতে চে ইয়েছিলেন।
রবীন্দ্রনাথ ঠাকুর পরিবারের জন্ম গ্রহণ করায় তার নামের শেষে
ঠাকুর শব্দটি ব্যাবহার করা হয়।
রবীন্দ্রনাথের কৈশোর:
বিশ্বকবি অভিধায় সম্ভাশিত রবীন্দ্রনাথ ঠাকুর
বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্প রচইতা এবং বাংলা ছোটগল্পের
শ্রেষ্ঠ কবি। তার লেখনিতেই বাংলা ছোট গল্পের উদ্ভব, বিকাশ ও সমৃদ্ধি ঘটেছে
তার ছোট গল্পঃ বিশ্বসাহিত্যের শ্রেষ্ঠ ছোট গল্পঃ গুলোর সমতুল্য ।
১২৮৪ বঙ্গাব্দ মাত্র ষোলো বছর বয়সে ভিখারিনী গল্প রচনার মাধ্যমে
ছোট গল্পের লেখক হিসাবে তার আত্ত প্রকাশ ঘটে। এর পর থেকে
জীবনের প্রায় শেষ দিন পর্যন্ত দীর্ঘ চৌষট্টি বছর এ তিনি অখন্ড
গল্পগু্ছ সংকলিত ৯৫ টি ছোট গল্প রচনা করেছেন। এর বাইরেও সে গল্প সল্প
এবং লিপিকা গ্রন্থে রয়েছে তার আরও গল্প সংকলিত হয়েছে।
রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ রচিত গল্পটির নাম মুসলমানির গল্প ।
পারিবারিক জমিদারি তদারকির সূত্রে কষ্টিয়ার শিলাইদহে বসবাস কালই
রবীন্দ্রনাথের ছোটগল্প রচনার সর্ণযোগ ।
সোনার তরী কাব্যের শ্রেষ্ঠ কবিতাগুলোও তিনি একই সময়ে রচনা করেন।
প্রকৃতির পটে জীবনকে স্থাপন করে জবনের গীতময়
বিশ্বজনীন প্রকাশই রবীন্দ্র গল্পের শ্রেষ্ঠ সম্পদ । তবে বিশ শতকে রচিত
গল্পে প্রকৃতি ও গিতময়তার স্থলে বাস্তবতাই প্রধান্য পেয়েছে।
গল্পকার হিসাবে তিনি যেমন বরেণ্য , ঔপন্যাসিক হিসেবেও
বাংলা সাহিত্যে
তার স্থান সুনির্দিষ্ট ।
রবীন্দ্রনাথের মৃত্যু ও স্থান:
১৯৪১ খ্রিস্টাব্দের ৭ ই আগস্ট ( ১৩৪৮ বঙ্গাব্দের ২২ এ শ্রাবণ)
জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের রবীন্দ্রনাথ ঠাুরের জিবনাসান ঘটে।
রবীন্দ্রনাথের উপন্যাস সমূহ:
১. চোখের বালি
২. গোরা
৩. চতুরঙ্গ
৪. ঘরে - বাইরে
৫. শেষের কবিতা
৬. যোগাযোগ
আরও
রবীন্দ্রনাথের নাটক সমূহ:
১. রাজা
২. অচলায়তন
৩. ডাকঘর
৪. মুক্তধারা
৫. রক্তকরবী
আরও
Robindronath tagure biography, robindronath tagure, robindronath thanks, robindronath thakur birthday, Robindronath, রবিন্দ্রনাথ ঠাকুর, রবিন্দ্রনাথ ঠাকুরের জীবনী, রবিন্দ্রনাথ ঠাকুরের কবিতা,রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প, রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, poet robindronath tagure, Robithakur, robindronath thakur
good post
ReplyDeleteThanks for your post
ReplyDeletePost a Comment