ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জিবনী। Issorchondro Biddasagorer Jiboni

Issorchondro Biddasagorer Jiboni
Add caption

 


ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জিবনী

পরিচয়:


ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮২০ খ্রিষ্টাব্দের ২৬ এ সেপ্টেম্বর পশ্চিম বঙ্গের

মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ঠাকুরদাস বন্দোপাধ্যায়

ও মাতার নাম ভাগবতী দেবী । তার বংশ পদবী বন্দোপাধ্যায়, বিদ্যাসাগর তার উপাধি । 

ঈশ্বচন্দ্র নিজ গ্রামে তার পাঠশালার পাঠ শেষে আট বছর বয়সে তার পিতার

সঙ্গে কলকাতায় যান । সেখানে শিবচর ন মল্লিকের বাড়ির পাঠশালায় এক বছর

অধ্যায় ন সম্পন্ন করে তিনি ১৮২৯ খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজে ভর্তি হন। এ কলেজে

নিরবচ্ছিন্ন বার বছর অধ্যয়ন করে তিনি ব্যাকরণ, কাব্য, অলংকার, বেদান্ত, স্মৃতি

ন্যায় ও জ্যোতিষশাস্ত্রে পন্ডিত্য অর্জন করেন । সকল পরীক্ষাই কৃতিত্বের সাথে 

উত্তীর্ণ লাভ করেন বিদ্যাসাগর উপাধি । তিনি ১৮৪১ খ্রিস্টাব্দে ফোর্ড উইলিয়াম 

কলেজে বাংলা বিভাগে হেড পণ্ডিত হিসেবে যোগদান করেন।

পরে তিনি সংস্কৃত কলেজের অধ্যক্ষ পদে অধিষ্ঠিত হ়ন । সরকার কর্তৃক বিশেষ 

বিদ্যালয় পরিদর্শক নিযুক্ত হলে তারই তত্ত্বাবধানে কুড়িটি মডেল স্কুল ও পয়ত্রিশটি

বালিকা বিদ্যালয় স্থাপিত হয়। নিজ অর্থ ব্যায়ে মেট্রোপলিটন কলেজ স্থাপন

তার অন্যান্য কীর্তি । 


ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অন্যান্য সৃষ্টি:


ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথম গদ্যে যতিচিহ্ন ব্যবহার করে গদ্যে শৃঙ্খলা অনায়ন

করেন।

তাই তাকে বলা হয় গদ্যের প্রথম শিল্পী। সমাজে বিধবাবিবাহ  নারীশিক্ষার প্রচলনে

এবং বাল্যবিবাহের মত সামাজিক অভিশাপ দূরিকরনে তার অবদান চিরস্মরণীয়।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮৯১ খ্রিস্টাব্দের ২৯ এ জুলাই কলকাতায় মৃত্যুবরণ করেন।


ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গ্রন্থসমূহ:


১. বেতাল পঞ্চবিংশতি 


২. বর্ণপরিচয়


৩. শকুন্তলা 


৪. সীতার বনবাস


৫. আখ্যানমঞ্জুরি


৬. ভ্রান্তিবিলাস 


ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জিবনী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গ্রন্থ প্রকাশ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গ্রন্থ সমূহ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা সমগ্র, issorchondro Biddasagorer Jiboni, issorchondro Biddasagorer story, Biology of issorchondro Biddasagor, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জিবনী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কবি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মহা কবি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর,



Post a Comment

Previous Post Next Post

Featured Video

HTML/JavaScript