আগামী মাসেই স্কুল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার । The government has decided to open the school next month

 



আগামী মাসেই স্কুল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার । The government has decided to open the school next month




সাস্থবিধি মেনে আগামী মাসেই স্কুল খুলে দিতে চাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় । কিছু দিন আগে শিক্ষামন্ত্রী এক আলোচনায় বলেন


চলতি বছরে মহামারী করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব হইনি তবে আগামী এস এস সি পরীক্ষার্থীদের কথা চিন্তা করে সীমিত পরিসরে স্কুল খুলে দেওয়ার চিন্তা করছে শিক্ষা মন্ত্রণালয়




মহামারী করোনা ভাইরাসের কারণে যখন স্থির হয়ে গেছে গোটা বিশ্ব তখনই এইরকম পদক্ষেপের ব্যাপারে 


 বিশেষজ্ঞ গণ বলেন মহামারী করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব নাহলেও আপাতত এস এস সি পরীক্ষার্থীদের পড়াশোনার কথা চিন্তা করে স্কুল খুলে দেওয়া যেতে পারে । শুধু মাত্র স্বাস্থ্য বিধি মেনে সীমিত পরিসরে এস এম সি পরীক্ষার্থীদের জন্য স্কুল খুলে দিয়ে তাদের শিক্ষা নিশ্চিত করতে হবে।



করোনা ভাইরাসের সংক্রমণের হার এখন যে অবস্থাতে আছে সেই অবস্থাই থাকলে আগামী মাসেই স্কুল সিমীত পরিসরে খুলে দেওয়া যেতে পারে। এক্ষেত্রে বিশেষ স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।




যেসব স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে:



১. স্কুলে প্রবেশ পথে হাত ধোয়ার ব্যাবস্থা থাকতে হবে, এবং সাথে স্যানিটাইজার থাকতে হবে।



২. প্রত্যেক শিক্ষর্থীকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।



৩. একটি বড় কক্ষে ১০ জনের বেশি ছাত্র - ছাত্রী বসতে পারবে না।



৪. শিক্ষার্থীদের সংখ্যা বেশি হলে ২ ভাগে ভাগ করে নিয়ে ক্লাস পরিচালনা করতে হবে।



৫. কোনো প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি  না মানলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।



৬. স্যার এবং ছাত্রদের মাঝে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে এবং প্রত্যেককে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে।

 




এছাড়াও শিক্ষা মন্ত্রী দীপু মনি বলেছেন ইউনিভার্সিটি পরীক্ষা যেগুলো বাকি ছিল সেগুলো নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন তবে সে ক্ষেত্রেও বিশেষ স্বাস্থ্যবিধি মানার নির্দেশ দিয়েছেন । কোনো প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি। না মানলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। ইউনিভার্সিটি সেমিস্টার পরীক্ষার জন্য সিমীত পরিসরে ক্লাস নেওয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষা মন্ত্রী তবে স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে হবে।




সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই স্কুল খুলে দিবে সরকার । 




আমাদের যা উচিত:



প্রত্যেককে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যেহেতু করোনা ভাইরাসের কোনো প্রতিষেধক টিকা তৈরি হয় নি । সরকারের দেওয়া সাস্থবিধী যথাযথ ভাবে পালন করে শিক্ষা নিশ্চিত করা। কোনো ভাবেই যেনো স্বাস্থ্য বিধি অমান্য  না হয় সেদিকে লক্ষ্য রাখা । অভিভাবকদের দায়িত্ব তাদের সন্তান যেনো স্বাস্থ্য বিধি মেনে চলে সেদিকে লক্ষ্য রাখা।



ঘরে থাকুন সস্থ থাকুন 



federal government decided to open school & colleges, govt has not decided when school will reopen, when school open ?, govt of assam has decided to follow the cm jagan formula, school reopen news, school reopen, andhra pradesh schools to open, government school, andhra pradesh schools to reopen, schools to reopen, schools, when school re open, when school will open, guidelines for school reopen, when school open again, school kab khulenge, when school re open in 2020, meeting decides colleges reopen,




This content Copyright ©️ All right resarved Daily Study BD

Post a Comment

Previous Post Next Post

Featured Video

HTML/JavaScript