চোখের নিচের কালো দাগ দূর করার ৯টি সহজ উপায়। 9 ways remove the dark circles under the eyes
সুন্দর দুটি চোখ কেনা পেতে চায় , কিন্তু প্রতিদিতের ব্যস্ততাই আমরা চোখের যত্ন নিতে ভুলে যায়। চোখের সৌন্দর্য মুখের ওপর বিরাট একটা প্রভাব ফেলে। বিশেষ করে যাদের চোখের নিচে কালো দাগ রয়েছে।
প্রায় মানুষেরই চোখের নিচে কালো দাগ পরে। এতে সুন্দর চেহারা ঢাকা পরে যায়। চোখের নিচে কালো দাগ একটি সাধারণ সমস্যা। নানা কারণে চোখের নিচে কালো দাগ পড়তে পারে।
যেসব কারণে চোখের নিচে কালো দাগ হয়:
১.খাবারে অনিহা ।
২.অতিরিক্ত দুশ্চিন্তা ।
৩.রাত জেগে থাকা বা ঘুম কম হওয়া ।
৪.কাজের বাড়তি চাপ নেওয়া ।
৫.বার্ধক্যজনিত কারণ ।
৬.অনেক সময় সূর্যের অতি বেগুণী রশ্মির কারণেও চোখের নিচে কালো দাগ পড়ে থাকে।
চোখের নিচের কালো দাগ দূর করার সবচেয়ে কার্যকর এবং সহজ কিছু উপায় নিয়ে অজগের আলোচনা।
তবে মনে রখবেন কোনো কিছু অর্ধেক পরে কাজ করতে যাবেন না। কোথায় আছে অল্প বিদ্যা ভয়ংকরী। তাই সম্পর্ণ টিপস পরে কাজ করবেন। আর যেসব কারণে চোখের নিচে কালো দাগ হয় ঐসব কাজ থেকে বিরত থাকতে হবে।
চোখের নিচের কালো দাগ দূর করার সহজ ৯ টি উপায়:
১. খোসাসহ আলু বেঁটে চোখের নিচে লাগাতে হবে। তিন চার দিন এই পেস্টটি ব্যবহার করুন। চোখের নিচের কালো দাগ দূর হয়ে যাবে ইনশাল্লাহ। তবে সাবধান রান্না ঘরের শিলপাটা দিয়ে বাটতে হলে দেখে নিন আগে মরিচ বাটা হয়েছে কি না! (সাবধান)!
২. হাতের তর্জনি আঙ্গুলে দু’ফোটা মুধু নিয়ে চোখের চারপাশে ধীরে ধীরে লাগান। কিছুক্ষণ পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটা চোখের উপরের চামরার রোদে পোড়া ভাব দূর করতে সাহায্য করে। খেয়াল রাখবেন চোখের ভেতরে যেনো যায়।
৩. শশা এবং আলু স্লাইস করে কেটে নিন। প্রথমে চোখ বন্ধ করে উপরে দুই টুকরো শশা লাগান। এভাবে ২০ মিনিট রাখুন। এবার একইভাবে আলুর স্লাইস চোখের উপর লাগান। অথবা শশা এবং আলু একসাথে ব্লেড করে মিশিয়ে নিন। দু’টুকরো তুলা নিন। এবার ব্লেন্ড করা রস তুলাতে নিয়ে চোখে লাগাতে পারেন। এভাবে ১৫ - ২০ মিনিট রাখুন। সপ্তহে অন্তত তিনদিন এটা করুন।
৪. পুদিনা পাতার রস চোখর কালা দাগ দূর করতে সাহায্য করে। পুদিনা পাতার রস পরিষ্কার তুলাতে করে চোখের যে অংশে কালো দাগ আছে সেখানে লাগান। সাবধান থাকবেন যেন কোনভাবেই এই রস চোখের ভেতরে প্রবেশ না করে।
৫. প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে তুলার মধ্যে দু ফোটা গোলাপজল নিয়ে চোখের চার পাশে লাগান। এভাবে ১৫ মিনিট ম্যাসেজ করেন। দেখবেন চোখে কমলতা ফিরে আসবে আর ক্লান্তি ভাব দূর হয়ে যাবে।
৬. এক টুকরো বরফ নিয়ে চোখের চারপাশে ধীরে ধীরে লাগান। চোখের কালো ভাব দূর করতে বরফ আসাধারণ কাজ করে। এছাড়াও বরফ রক্ত সঞ্চালনে সাহায্য করে।
বাসায় অবসর সময়ে কচি শশা পেস্ট করে চোখের নিচে দিয়ে মাত্র ১০ মিনিট চিৎ হয়ে শুয়ে থাকুন।
৭. রোদে চলাফেরা করার সময় কালো চশমা ব্যবহার করুন।
যাদের তৈলাক্ত ত্বক তারা কখনোই কোল্ড ক্রিম ব্যবহার করবেন না।
যাদের শুষ্ক ত্বক তারা ক্লিনজিং ক্রিম এভয়েড করবেন।
মানসিক চাপ এড়িয়ে চলুন।
৮. প্রতিদিন কাজের এক ফাঁকে ১০ মিনিট চোখ বুজে যোগবেয়াম করুন। মনে রাখবেন, চোখের নীচে কালোদাগ দুর করতে লেজার কোন ভাবেই ব্যবহার করা উচিৎ হবে না।
৯. ঘুমাতে যাওয়ার আগে চোখ বন্ধ করে চারপাশে বাদামের তেল দিয়ে ম্যাসেজ করুন। এটা কালো দাগ তুলতে খুব ভল কাজ করে। এছাড়া চোখের চামরা কুচকানোও দূর করে। চামড়ার সজীবতা রক্ষা করে।
সাস্থউজ্বল চেহারা ধরে রাখতে প্রতিদিন যা করতে হবে:
প্রতিদিন অন্তত ৮ / ১০ গ্লাস পানি পান করুন। নিয়মিত কম করে হলেও ৮ ঘণ্টা ঘুমান। বেশি বেশি সবুজ শাক - সবজি খান।
খাবারের পাশাপাশি সালাদ খাবেন।
এটা আপনার শরীরের স্থুলতা কমাতে সাহায্য করবে। প্রতিদিন চোখের ব্যয়াম করুন।
চেষ্টা করুন দুশ্চিন্তা থেকে বিরত থাকার।
দিনের যেকোন সময় বেছে নিন চোখের যত্নে ব্যয় করতে তবে ভালো হয় সময়টা ভোরে অথবা রাতে ঘুমাতে যাওয়ার আগে হলে।
বি: দ্রঃ মনে রাখবেন
দাগ মুক্ত হয়ে যাবার পর আপনার জন্য রাত জাগা নিষিদ্ধ!
dark circles, dark circles under eyes, how to remove dark circles, remove dark circles, dark circles under eyes home remedy, how to get rid of dark circles, remove dark circles fast, dark circles under eyes treatment, how to remove dark circles under eyes, how to get rid of dark circles under eyes, what causes dark circles under eyes, remove dark circles under eyes naturally, remedies to remove dark circles, remove dark circles permanently, under eye dark circles, get rid of dark circles under eyes, চোখের নিচের কালো দাগ দূর করার উপায়, মুখের কালো দাগ দূর করার উপায়, চোখের নিচের কালো দাগ দূর করার উপায়, কালো দাগ দূর করার উপায়, মুখের কালো দাগ দূর করার ক্রিম, চোখের নিচের কালো দাগ দূর করার ক্রিম,মুখের কালো দাগ দূর করার উপায়, চোখের নিচের কালোদাগ দূর করার সহজ উপায়, মুখের কালো দাগ দূর করার ঘরোয়া উপায়, চোখের নিচের কালো দাগ দূর করার ১০০% কার্যকরী ৫ টি ঘরোয়া উপায়, কিভাবে চোখের নিচের কালো দাগ দূর করা যায়, ব্রনের কালো দাগ দূর করার উপায়, দাঁতের কালো দাগ দূর করার উপায়, চোখের কালো দাগ দূর করার ক্রিম,
This content Copyright ©️ all right resarved Daily Study BD
Super suggestion
ReplyDelete
ReplyDeleteNijer Jibon(চোখের নিচে কালো দাগ দূর করার উপায়)
Post a Comment