টেলিটক বর্ণমালা সিম কিনতে যা যা প্রয়োজন | Teletalk SIM
টেলিটক সিম কিভাবে কিনব?
শিক্ষার্থীদের জন্য টেলিটক(teletalk) নিয়ে এলো মাত্র ১০০/- টাকায় বিশেষ সুবিধা সম্বলিত ‘বর্ণমালা’ সিম ৷ এছাড়া আপনি যদি শিক্ষার্থী নাও হয়ে থাকেন, তাহলেও সিম কিনতে পারবেন, তবে একজন এস এস সি পাশের ছাত্রের ডকুমেন্ট(সনদ/মার্কসিট) লাগবে । কিন্তু আইডি কার্ড আপনারই থাকবে । আপনার আইডি কার্ড দিয়েই সিম রেজিঃ করবেন । ... কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের জন্য মাত্র ১০০/- টাকায় ‘বর্ণমালা’ নামে বিশেষ সুবিধা সম্বলিত সিমে থাকছে বিশেষ কিছু সুবিধা
টেলিটক বর্ণমাল সিমে সুবিধা:
টেলিটক বর্নমালা সিক কিভাবে কিনব?
কল চার্জঃ দেশের সর্বনিম্ন কলচার্জ , সবসময় যে কোন অপারেটরে ৬০ পয়সা/মিনিট (যা ভ্যাট সহ) ৷ এর চেয়ে কম আর কোথাও পাবেন না (সেকেন্ড পালস) । ফ্রিঃ আপনি যতবার ৩০/- রিচার্জ করবেন, ততবারই ৩০ মিনিট,৩০ টি এসএমএস(যা টেলিটক নাম্বারে ব্যবহার করা যায়) এবং ৬০MB যার মেয়াদ ৩ দিন । এই সুবিধা আপনি আজীবন পাবেন যা আর কেউ দিবে না । আর আপনি যে ৩০/- রিচার্জ করেছেন, সেই টাকা কিন্তু একাউন্টে ঠিকই থাকবে
টেলিটক সিমের নেটওয়ার্ক:
দেশে অনেক গুলি টাওয়ারের কাজ শেষ, ২১ সালের ভিতরে সবগুলি চালু করা হবে । এখন যদিও মফস্বল এলাকায় নেটওয়ার্ক একটু কম, এটাও আর থাকবে না । ডাটা প্লানঃ ১জিবি ২৪টাকা মেয়াদ ৭দিন ৷
টেলিটক সিমের প্রয়োজনীয় কোড:
টেলিটক সিমের সকল কোড:
কোডঃ *111*611# ১জিবি ৪৬টাকা মেয়াদ ৩০দিন ৷ কোডঃ *111*612# ২জিবি ৮৩টাকা মেয়াদ ৩০দিন ৷ কোডঃ *111*613# ৩জিবি ৬২টাকা মেয়াদ ১০দিন৷ কোডঃ *111*614# ৫জিবি ৯৬টাকা মেয়াদ ১৫দিন৷ কোডঃ *111*615# ১০জিবি ১৮৬টাকা মেয়াদ ৩০দিন৷ কোডঃ *111*616#
সিমটি কিনতে যা যা লাগবেঃ
ন্যাশনাল আইডি কার্ড এর ফটোকপি এবং দুই কপি ছবি ৷ সাথে এস এস সি পাসের সনদ/মার্কসিট নিয়ে যাবেন, কেননা রোল,রেজিঃ,সন ইত্যাদি প্রয়োজন পড়বে। প্রাপ্তি স্থানঃ যেকোনো টেলিটক (teletalk)সিম থেকে অথবা যেকোনো কাস্টমার কেয়ার থেকে এই বিশেষ সিমের জন্য রেজিস্ট্রেশন করা যাবে । এসএমএস এর মাধ্যমে অথবা অনলাইনে আবেদন করতে হবে, পরবর্তীতে সিম সংগ্রহ করার তারিখ টেলিটকের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে । কাস্টমার কেয়ার থেকে সিম সরাসরি সংগ্রহ করা যাবে ।
টেলিটক সিমের রেজিস্ট্রেশন এর সময়সীমাঃ
বর্তমানে রেজিস্ট্রেশন করতে পারবেন । পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত চলমান থাকবে ৷ টেলিটক নাম্বার থেকে নিম্নোক্ত নিয়মে 16222 নাম্বারে SMS করতে হবে।
রেজিস্ট্রেশন এর নিয়ম:
টেলিটক সিম কিনতে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে। টেলিটক সিম কিভাবে কিনব?
BORBoard(First 3 letters)RollSSC Passing YearMobile No(any).
যার তথ্য ব্যবহার করবেন, তার এস এস সি পাশের সনদ/ মার্কসিট সিম কেনার সময় সাথে নিয়ে গেলে উপকার পাবেন । এভাবে মেসেজ পাঠানোর পর আপনি একটি ফিরতি মেসেজ পাবেন, ঐ মেসেজটি টেলিটকের অফিসে গিয়ে দেখাবেন, তারা মেসেজ চেক করে আপনাকে একটি বর্ণমালা সিম দিয়ে দিবে ।
Teletalk SIM card, Teletalk SIM cards, Teletalk SIM offer, Teletalk SIM card, Teletalk new sim registration, Teletalk SIM card, Teletalk SIM card, Teletalk SIM card, Teletalk SIM card, Teletalk SIM card, Teletalk SIM card, Teletalk SIM card,
Nice
ReplyDeletePost a Comment