আজ আল্লামা শফীর জানাযা হবে যেখানে | Allahma shofiuddin




আজ শনিবার আল্লামা শফীর জানাযা হবে

এ ব্যাপারে তার ছেলে বলেছেন আজ দুপুর ২ টায় চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার মাঠে জানাযায় নামাজ ও এই মাদ্রাসার প্রাঙ্গণে দাফন সম্পন্ন করা হবে।


আল্লামা শফীর জীবনী:


আল্লামা শফীর জন্ম চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার পাখিয়ারটিলা গ্রামে। রাঙ্গুনিয়ার সরফভাটা মাদ্রাসায় পটিয়ার আল জামিয়াতুল আরাবিয়া মাদ্রাসা এবং 

হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার পর ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাতেও চার বছর লেখাপড়া করেন। ১৯৮৬ সালে হাটহাজারী মাদ্রাসার 

মহাপরিচালক পদে যোগ দেন তিনি। এরপর থেকে টানা ৩৪ বছর ধরে তিনি ওই পদে  ছিলেন।


বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে অসুস্থ হয়ে পড়েন 

আল্লামা শফী। রাতে অ্যাম্বুলেন্সে করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

সকালে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা মেডিকেল বোর্ডে বসেন। শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় 

বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় নিয়ে আসা 

হয়। সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


আল্লামা শাফী ২০০৯ সালে আজিজুল হক ও অন্যান্য 

সিনিয়র ইসলামী ব্যক্তিদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ 

হাসিনার প্রতি একটি যৌথ বিবৃতি প্রদান করেন যেখানে,

 ইসলামের নামে সন্ত্রাস ও জঙ্গি কার্যক্রমের নিন্দা জ্ঞাপন করা হয়।


২০১০ সালে তিনি হেফাজতে ইসলাম প্রতিষ্ঠা করেন।

বাংলায় ১৩টি ও উর্দুতে নয়টি বইয়ের রচয়িতা তিনি। 

আলেমদের বড় একটি পক্ষের কাছে খুব শ্রদ্ধার পাত্র। তবে নারীবিরোধী নানা বক্তব্যের জন্য বিভিন্ন সময় হয়েছেন সমালোচিত। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে

 ২০১৩ সালে গণজাগরণ আন্দোলন শুরুর পর 

হেফাজতে ইসলামের নেতৃত্বে তিনি বেশি আলোচনায় আসেন। 



আল্লামা শফীর লেখা ১০ টি বই:


১. ফয়জুল যারি           

২. আল বায়ানুল ফাঁসির বাইয়ানুল হক্ব ওয়াল বাতিল

৩. ইসলাম ও ছিয়াছাত

৪. ইজহারে হাকিকাত

৫. বাংলা।

৬. হক ও বাতিলের চিরন্তন দ্বন্দ্ব

৭. ইসলামী অর্থ ব্যাবস্থা।

৮. ইসলাম ও রাজনীতি 

৯. সত্যের দিকে করুন আহ্বান।

১০. সন্নাত ও বিদ আতের সঠিক পরিচয়। 


 

1 Comments

Post a Comment

Previous Post Next Post

Featured Video

HTML/JavaScript