টিসির জন্য আবেদন করুন খুব সহজে । How to Apply For Academic Transcript - www.dhakaboard.gov.bd

 



টিসির জন্য আবেদন করুন খুব সহজে । How to Apply For Academic Transcript - www.dhakaboard.gov.bd





দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য সুখবর দিলেন  শিক্ষা বোর্ড। যারা শিক্ষা বোর্ড অথবা কলেজ পরিবর্তন করতে চায় তারা এখনি আবেদন করতে পারবে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে নিজস্ব ওয়েবসাইটে গিয়ে ই ফরমটি ডাউনলোড করে পূরণ করুণ পরবর্তীতে দুই কলেজের অধ্যক্ষ সাহেবের অনুমতি ক্রমে আবেদন গ্রহণ করা হবে।





গতকাল সোমবার ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক ড. হারুন অর রশিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ইটিসি (eTC) অপশনে গিয়ে ১৬ নভেম্বর থেকে এ আবেদন করা যাবে।





টিসি আবেদনের ফি ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সোনালী সেবার মাধ্যমে এ ফি জমা দিতে হবে। এছাড়া বিজ্ঞপ্তিতে কলেজ ও বোর্ড পরিবর্তনে টিসি আবেদনের প্রক্রিয়া বর্ণনা করা হয়েছে।





আবেদন প্রক্রিয়া:




১. অনলাইনের মাধ্যমে আবেদন করতে প্রথমে আপনি যে বোর্ড এর সেই বোর্ড এর ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম ডাউনলোড করুন।



২. আবেদন ফরম টি নির্ভুলভাবে পূরণ করে আপনার কলেজের অধ্যক্ষ এর সাক্ষর নিবেন ।



৩. আবেদন ফি বাবদ ৭০০ টাকা সোনালী ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে।



৪. পরবর্তী স্বাক্ষর কৃত ফরম টি যেখানে বদলি হতে চান সেই বোর্ড বা কলেজে জমা দিবেন ।



৫. আপনার কাজ শেষ এখন যা করার কলেজ কর্তপক্ষ করবে।





বি: দ্র:  কোনো কিছু না বোঝে আবেদন করলে কর্তপক্ষ দায়ী থাকবে না ।


How to apply for TC, TC, Apply academic transcript, academic transcript, TC, www.dhakaboard.gov.bd, eTC, eTC, 

Post a Comment

أحدث أقدم

Featured Video

HTML/JavaScript