কাজীনজরুল ইসলামের জীবনী:
আমাদের জাতীয় কবি কাজীনজরুল ইসলাম ।
জন্ম স্থান:
কাজীনজরুল ইলাম ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আহসানসোল
মহকুমার চুরুলিয়া গ্রামে ১৮৯৯ খ্রিস্টাব্দের ২৫ এ মে ( ১১ ই জৈষ্ঠ্য ১৩০৬)
জন্মগ্রহণ করেন।
কাজীনজরুল ইসলামের পিতা ও মাতার নাম:
কাজীনজরুল ইসলামের পিতার নাম কাজী ফকির আহমেদ
মাতার নাম জাহেদা খাতুন।
কাজীনজরুল ইসলামের শৈশব কাল:
ছোট বেলা থেকেই কাজীনজরুল ইসলাম খুব মেধাবী ছিলেন । তার
ডাকনাম ছিল দুঃখু মিয়া । টাকার অভাবে তিনি ছোট থাকা অবস্থায়
পাড়ার লেটো গানের দল যোগ দেন। এ ছাড়াও তিনি রুটির দুকানের
কারিগর ছিলেন
পরে তিনি ১৯১৭ খ্রিস্টাব্দে সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগ দেন।
কাজীনজরুল ইসলামের কৈশোর কাল:
সত্য প্রকাশের দুরন্ত সাহস নিয়ে নজরুল আমৃত্যু সকল অন্যায় শোষণের
বিরুদ্ধে ছিলেন সোচ্চার প্রতিবাদী। এ জন্য বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি
হিসাবে তিনি সমধিক পরিচিত। আবার কোমল দরদী মন নিয়ে
ব্যাথিত বঞ্চিত মানুষের পাশে থেকে ছেন তিনি । এক হাতে বাঁশি আরেক
হতে রণতুর্য নিয়ে আবির্ভূত হয়েছিলেন নজরুল আর এসেই প্রচলিত
শিল্পোধারা সমূহকে পাল্টে দিয়ে নতুন বিষয় ও নতুন শব্দে বাংলা সাহিত্য
ও সংগীতকে করেছেন সমৃদ্ধতর। দারিদ্র্য পরিবারে জন্ম নেওয়া নজরুলের
কর্মজীবন ও ছিল অত্যন্ত বৈচিত্রময় । মসজিদের ইমামতি ,
লেটোর দলে যোগদান, ১৯১৭ সালে সেনাবাহিনীর বাঙালির পল্টনে যোগদান,
সম্যবাদি ধারার রাজনীতি, পত্রিকা সম্পাদনা কিংবা চলচ্চিত্রের সঙ্গে
যুক্ত হওয়াসহ বহু বিচিত্র অভিজ্ঞতায় তার জীবন ছিল পূর্ণ । মাত্র
তেতাল্লিশ বছর বয়েসে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার ঋদ্ধ ও
সম্ভাবনাময় জীবন আমৃত্যু নির্বাক হইয়ে যায় । বাংলাদেশ
স্বাধীন হলে নাগরিকত্ব এবং জাতীয় কবির মর্যাদা দিয়ে অসুস্থ নজরুলকে
এদেশে বরণ করে নেওয়া হয়। এর কিছদিন পর কবির মৃত্যু হলে তার
ইচ্ছা অনুযয়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে পূর্ণ রাষ্ট্রিয় মর্যাদায়
সমাধিস্থ করা হয়।
কাজীনজরুল ইসলামের মৃত্যু সাল:
কাজীনজরুল ইসলাম ১৯৭৩ খ্রিস্টাব্দের ২৯ এ আগস্ট ( ১২ ই ভাদ্র ১৩৯৩)
ঢাকায় মৃত্যুবরণ করেন।
কাজীনজরুল ইসলামের উপন্যাস:
১. বাধনহারা
২. মৃত্যু ক্ষুধা
৩. কুহেলিকা
আরও
কাজীনজরুল ইসলামের গল্পগ্রন্থ:
১. ব্যাথার দান
২. রিক্তের বেদন
৩. শিউলিমলা
আরও
কাজীনজরুল ইসলামের প্রবন্ধগ্রন্থ:
১. যুগবানি
২. দুর্দিনের যাত্রী
৩. রুদ্র মহল
৪. রাজবন্দীর জবানবন্দি
আরও
Kaji Nazrul Islamer Jiboni, kajinozrul islam, kajinojrol islam, kajinojrol islam, kajinojrol Islamer Jiboni, Biography of kajinozrul Islam, national poet kajinozrul Islam, national poet, 2020, kajinazrul Islamer golpo, kazinazrul Islamer kobita,কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলামের জীবনী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলামের কবিতা, কাজী নজরুল ইসলামের গল্প, কাজী নজরুল ইসলামের উপাধ্যায়, কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম,
Thanks for your post😍
ردحذفإرسال تعليق