পার্লারের মতো ফেসিয়াল করে নিন ঘরে বসেই । How to facial with home

 



পার্লারের পার্লারের মতো ফেসিয়াল করে নিন ঘরে বসেই




গরমের ত্বকের যত্নো নিন ঘরে বসে



রোদের তাপে মাত্র ১০ মিনিট থাকলেই ত্বকে রোদে পোড়া ভাব চলে আসতে পারে। এমনকি যাঁরা ঘরে থাকেন, তাঁরা বারান্দার রোদের কারণেও এমন সমস্যায় পড়তে পারেন। পানিশূন্যতায় চুল ও ত্বক ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া গরমে ঘেমে গিয়ে চুলের গোড়া ভিজে থাকার কারণে খুশকিও হতে পারে।




প্রয়োজনীয় উপকরণ:




১.  আধা চা-চামচ শসার রসের সঙ্গে আধা চা-চামচ দুধ ও আধা চা-চামচ মধু মিশিয়ে ফ্রিজে রাখুন। ঠান্ডা হলে ত্বকে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। তবে তৈলাক্ত ত্বকের জন্য শুধু শসার রস বা শসা কুচি ব্যবহার করতে হবে।



২.  একইভাবে শসার রসের পরিবর্তে বাঙ্গির রসও ব্যবহার করতে পারেন। ত্বক তৈলাক্ত হলে এ ক্ষেত্রে দুধ ও মধু বাদ দিয়ে দিন।



৩. এক টেবিল চামচ তরমুজের রসের সঙ্গে আধা চা-চামচ মধু মিশিয়ে প্যাক তৈরি করেও একই পদ্ধতিতে ব্যবহার করতে পারেন।



৪.  যাঁদের ত্বক খুব তৈলাক্ত কিংবা যাঁরা ব্রণের সমস্যায় ভুগছেন, তাঁরা খুব সামান্য পরিমাণ আনারসের রসের সঙ্গে সমপরিমাণ গোলাপজল মিশিয়ে ত্বকে লাগাতে পারেন। চাইলে এক টেবিল চামচ মুলতানি মাটি কিংবা বেসন যোগ করতে পারেন। ২০ মিনিটের বেশি সময় মিশ্রণ ত্বকে লাগিয়ে রাখবেন না।




৫. টোনিং-এর জন্য তরমুজের রসের সঙ্গে টকদই মিশিয়ে পুরো মুখে লাগাতে পারেন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

সপ্তাহে একবার স্ক্রাবিং প্রয়োজন। এর জন্য বাঙ্গি, তরমুজ বা শসার রসের মধ্যে যেকোনোটি বেছে নিতে পারেন। ফলের রসের সঙ্গে চালের গুঁড়ো মিশিয়ে নিন। ত্বক স্বাভাবিক বা শুষ্ক হলে এর সঙ্গে দুধ ও মধু যোগ করতে পারেন। স্বাভাবিক ত্বকের জন্য জলপাই তেলও যোগ করতে পারেন। ত্বক শুষ্ক হলে ফলের রস আর চালের গুঁড়োর সঙ্গে যোগ করতে পারেন ২-৩ ফোঁটা লেবুর রস। মুখের ত্বক ছাড়াও হাত ও পায়ের ত্বক স্ক্রাব করা প্রয়োজন।




৬. যাঁদের ত্বক সংবেদনশীল, তাঁদের কখনোই স্ক্রাবার ব্যবহার করা উচিত নয়। তাঁরা টকদই ব্যবহার করতে পারেন। চাইলে এর সঙ্গে একটু সয়াবিন পাউডার যোগ করে নিতে পারেন। কোনো মিশ্রণ খুব বেশিক্ষণ ত্বকে লাগিয়ে রাখবেন না।


.

আরও...


এখন ঘরে বসেই ওয়াক্সিং করুন, দাড়ি বের করুন ঘরে বসেই ১০০% গ্যারান্টি, ২০০০ টাকা দামের ফেসিয়াল করুন ঘরে বসেই, ঘরে বসেই চামচ দিয়ে করুন কিডনির পরীক্ষা, ঘরে বসেই বিনা পয়সায় ত্বক আকর্ষণীয় ও উজ্জ্বল করুন, ঘরে বসেই হয়ে উঠুন,ঘরে বসে করুন হারবাল ফেসিয়াল, ঘরে বসেই ফেসিয়াল, গোলাপজল তৈরি করুন ঘরে বসেই-make rose water at home, পার্লারের মত এলোভেরা ফেসিয়াল করে নিন ঘরে বসেই, মুখ পরিষ্কার করার উপায়, মাত্র ১ দিনে দুধে আলতা রং পেতে ঘরে বসেই করুন হোয়াইটেনিং ফেসিয়াল, ত্বক পরিষ্কার করার উপায়,





চুলের যত্ন কিভাবে নিবেন:



চুলের যত্নে রইল আরও কিছু পরামর্শ—


সপ্তাহে ২-৩ দিন তেল মালিশ করা প্রয়োজন। শ্যাম্পু করার আগের রাতে নারকেল তেল মালিশ করে রাখতে পারেন। নারকেল তেল সারা রাত রাখলে ক্ষতি নেই।



খুশকি সমস্যার সমাধান:



১. খুশকির সমস্যায় ভুগলে ২ টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে এক টেবিল চামচ লেবুর রস মিশিয়ে লাগিয়ে নিতে পারেন। তবে এটি আধা ঘণ্টার বেশি সময় রাখা যাবে না; শ্যাম্পু করে ফেলতে হবে।




২. ব্লেন্ডারে এক কাপ টকদইয়ের সঙ্গে ছোট একটা কলার অর্ধেক অংশ, একটি ডিম, মেথির গুঁড়ো ও আমলকী ব্লেন্ড করে চুলে লাগিয়ে রাখুন আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা। এরপর শ্যাম্পু করে নিন। মিশ্রণে মেথি ও আমলকী থাকায় ডিমের গন্ধ পাওয়ার ভয় থাকবে না। চুল পড়ার সমস্যায় ভুগলে মেহেদি যোগ করে নিতে পারেন। সবশেষে চায়ের লিকার কন্ডিশনার হিসেবে ব্যবহার করতে পারেন।




৩. চুল রুক্ষ-শুষ্ক হলে এক টেবিল চামচ মধু বা অ্যালোভেরার রসের সঙ্গে দুধ, টকদই ও মেথি মিশিয়ে ব্যবহার করতে পারেন। মধুও যোগ করতে পারেন চুলের এই প্যাকটিতে।





ত্বকের যত্ন,চুলের যত্ন,চুল এবং ত্বকের যত্নে পেঁপের উপকারি,চুল এবং ত্বকের যত্নে পেঁপের উপকারি গুনাগুণ গুলো জেনে নিন,চুল এবং ত্বকের যত্নে পেঁপের উপকারি পুষ্টি গুণ,কলা চুল ও ত্বকের যত্নে কিভাবে কাজ করে জেনে নিন,ত্বকের ধরন বুঝে যত্ন নিন শীতকালে,চুল ও ত্বকের যত্নে কলার উপকারিতা,ত্বক ও চুলের যত্নে মধুর উপকারিতা জেনে নিন,চুলের সঠিক যত্ন কিভাবে নিবেন জেনে নিন,ত্বকের যত্নে পেঁপের উপকারি গুনাগুণ গুলো জেনে নিন,ত্বক ও চুলের যত্ন,শীতে ত্বকের যত্ন,শুষ্ক ত্বকের যত্ন,ত্বক ও চুলের যত্নে

skin care, skin care tips, skin care routine, skin care products, skin tips, skin care routine australia, best skin care tips, clear skin, skin,skin care tips australia,korean skin care,oily skin,dry skin,summer skin care,skincare tips,face skin care tips,skin care routine for acne,skin care australia,oily skin care,summer skin care tips,easy skin care tips,skin care tips 2020,oily skin care tips,healthy skin tips,healthy skin care,skin care tips for men,skin care tips for boys,skin care tips in hindi, skin care tips,skin care,clear skin,skin care routine,skin,tips for healthy skin,skin tips,skin care tips for flawless skin,oily skin,healthy skin tips,glowing skin tips,skin care tips australia,tips,fair skin,tips for fair skin,skin tips for men,tips for smooth skin,10 tips for clear skin,glowing skin,tips for skin care hindi,tips for pimple free skin,tips for smooth skin face,dry skin,tips for glowing skin,skin care tips for boys,tips for textured skin,skin care routine australia, 

পার্লারের পার্লারের মতো ফেসিয়াল করে নিন ঘরে বসেই, পার্লারের পার্লারের মতো ফেসিয়াল করে নিন ঘরে বসেই, পার্লারের পার্লারের মতো ফেসিয়াল করে নিন ঘরে বসেই, পার্লারের পার্লারের মতো ফেসিয়াল করে নিন ঘরে বসেই, পার্লারের পার্লারের মতো ফেসিয়াল করে নিন ঘরে বসেই, পার্লারের পার্লারের মতো ফেসিয়াল করে নিন ঘরে বসেই, পার্লারের পার্লারের মতো ফেসিয়াল করে নিন ঘরে বসেই, পার্লারের পার্লারের মতো ফেসিয়াল করে নিন ঘরে বসেই, পার্লারের পার্লারের মতো ফেসিয়াল করে নিন ঘরে বসেই, পার্লারের পার্লারের মতো ফেসিয়াল করে নিন ঘরে বসেই, পার্লারের পার্লারের মতো ফেসিয়াল করে নিন ঘরে বসেই, পার্লারের পার্লারের মতো ফেসিয়াল করে নিন ঘরে বসেই, পার্লারের পার্লারের মতো ফেসিয়াল করে নিন ঘরে বসেই, পার্লারের পার্লারের মতো ফেসিয়াল করে নিন ঘরে বসেই, পার্লারের পার্লারের মতো ফেসিয়াল করে নিন ঘরে বসেই, পার্লারের পার্লারের মতো ফেসিয়াল করে নিন ঘরে বসেই, পার্লারের পার্লারের মতো ফেসিয়াল করে নিন ঘরে বসেই, পার্লারের পার্লারের মতো ফেসিয়াল করে নিন ঘরে বসেই


This content Copyright All right resarved Daily Study BD

1 تعليقات

إرسال تعليق

أحدث أقدم

Featured Video

HTML/JavaScript