যেভাবে পাবেন ১০০ টাকায় টেলিটকের ১মাস ফ্রী ইন্টারনেট| Teletalk 100TK
Teletalk (টেলিটক):
টেলিটক স্বপ্ন হাসি মুখের শুধু নামেই নয় তারা এখন কাজেও করে দেখিয়েছে
আজ ১০ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে জাতীয় শিক্ষা খাতের উন্নয়নের জন্য জুম দিয়ে সকল উনিভার্সিটির
শিক্ষার্থীরা অনলাইনে বিনামূল্যে ক্লাস করতে পারবে।
স্বল্প মূল্যে মাত্র ১০০ টাকার বিনিময়ে এসেবা পাওয়া যাবে
তবে শিক্ষার্থীদের টেলিটকের আওতায় থাকতে হবে।
অনলাইন ক্লাসে অংশ নিতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টাকা দিয়ে ইন্টারনেট কিনতে হবে না।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে মন্ত্রী জানান,
একদিন স্বপ্ন দেখেছিলাম আমার দেশের ছেলে-মেয়েরা শিক্ষার জন্য ইন্টারনেট পাবে বিনামূল্যে।
সেই স্বপ্নটা বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের
মতো বাস্তবায়িত হচ্ছে।
সেবাটি পেতে গ্রাহকদের প্রতিমাসে ১০০ টাকা রিচার্জ করতে হবে। তবে এ টাকা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবে।
সর্বনিম্ন টাকা নিজের সিমে রাখতে হবে, টেলিটক বর্ণমালা এবং টেলিটক অপরাজিতা সিমে এ সেবাটি পাওয়া যাবে।
Teletalk SIM, teletalk bornomala, teletalk oporajita, teletalk bornomala offeer, teletalk offeer, teletalk offer, teletalk SIM offer, new sim offeer, new sim offeer , teletalk new sim offeer, teletalk new sim offeer, teletalk offer,
Nice
ردحذفإرسال تعليق